সেলিম চৌধুরী হীরাঃ কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরিচ্ছন্ন পরিবেশ ও পন্যের সঠিকমান ও বিএসটিআই অনুমোদনবিহীন মিষ্টিদ্রব্য তৈরি ও বিক্রির অভিযোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের নেতৃত্বে বিএসটিআই কুমিল্লার জেলা শাখার কর্মকর্তা মোঃ আনিসুর রহমান উপস্থিতিতে ওই ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সর্তক করা হয়।