লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই৷ এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে৷
বুধবার ৯ মার্চ দুপুর ২টায় পৌর শহরে ৭ নং ওয়ার্ড গাজীমুড়া নামক স্থানে, গাজিমুরা কামিল মাদ্রাসা সংলগ্ন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ অগ্নিকাণ্ডে দুটি ঝুট কারখানা, একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে৷
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন৷ তারা আরো বলেন ফায়ার সার্ভিস দেরিতে আসায় এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ এ নিয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে গেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতা স্থানীয়রা শান্ত হন বলে জানা গেছে৷
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহজান মজুমদার বলেন কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ আগুনে এই তিনটি দোকানে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি৷