
সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী প্রচারণায় মাইকিং করতে গিয়ে ইউসুফ ভান্ডারি (৪৬) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ভান্ডারি লাকসাম পৌরসভার ফতেপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার আবুল বাশার ভান্ডারির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইউসুফ ভান্ডারি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগতভাবে তিনি মাইকিং কার্যক্রমে দক্ষ ছিলেন। গত কয়েক দিন ধরে সিএনজি অটোরিকশাযোগে তিনি বিএনপি প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচারণা চালিয়ে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বাতাখালী এলাকায় প্রচারণা চালানোর সময় হঠাৎ করে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ইউসুফ ভান্ডারির মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, ইউসুফ ভান্ডারি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দলীয় প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত টি-শার্ট পরে মাইকিং করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিলেন। দলের পক্ষ থেকে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
