সেলিম চৌধুরী হীরাঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাকসামে সমাবেশের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে সম্মেলন করা হয়েছে।
লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়জনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাকসাম উপজেলা বিএনপি নেতা ফজলে রহমান চৌধুরী আয়াজ। উপস্থিত ছিলেন,লাকসাম পৌরসভা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম বাচ্চু, লাকসাম পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক মনির আহমেদ,
লাকসাম উপজেলা যুবদলের সাবেক সহসভাপতিহুমায়ুন কবির সাজু, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জাহিদ হোসেন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লাকসাম বিএনপি’র সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ শেষে ফজলে রহমান চৌধুরী আয়াজ আগামী ২০ ফেব্রুয়ারি মহাসচিব আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দলের সকলকে নির্দ্বিধায় সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান৷