মোঃ আবুল কালাম, লাকসামঃ লাকসামে উপজেলার আজগরা ইউনিয়নের নোয়াগা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি সাধন হয়। শনিবার দিবাগত গভীর রাতে (২৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মমতাজ মেম্বার বাড়ির আমির হোসেনের বশতঘরে রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এক কাপড়ে শিশু সন্তানসহ বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে আমির হোসেন প্রাণে রক্ষা পেলেও আশপাশের ৩টি ঘর পুড়ে যায়। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরে থাকা একটি নতুন ডিসকভার মোটরসাইকেল, নগদ দেড় লাখ টাকা, ফ্রিজ, টিভি, আলমিরাসহ প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে আমির হোসেনের পরিবার নিঃস্ব হয়ে পড়়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস থেকে একটি দমকল ইউনিট ওই এলাকায় রায়। কিন্তু মাছ চাষের পুকুরে রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল ইউনিট।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, পিআইও কার্যালয়ের মাঠ কর্মকর্তা জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।