লাকসামে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেদিন চৌধুরী হীরাঃ
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়েছে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের গোলটেবিল বৈঠক। পিএফজি লাকসাম ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টে।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির অ্যাম্বাসেডর মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক এবং সঞ্চালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর জাফর আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ।

আলোচনায় অংশ নেন লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, সহ-সভাপতি আবুল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির জয়নাল আবদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলন প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, উপজেলা আমির মাওলানা আনোয়ার জাহিদ, হেফাজতে ইসলাম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ উল্লাহ, জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও পিএফজির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রফেসর আহসান হাবীব। পরে জাতীয় সংগীত পরিবেশন করার মাধ্যমে গোলটেবিল বৈঠকে শুরু হয়৷

বক্তারা বলেন, লাকসামে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হলে পারস্পরিক আস্থা ও সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে হবে। একে অপরকে সম্মান জানিয়ে মতপার্থক্য দূর করা গেলে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠান শেষে লাকসামের রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি ও সারাদেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম প্রতিনিধি মাওলানা মো. উল্লাহ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *