কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে ১জন নিহত এবং ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারি (বুধবার) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোগাইয়া চাঁদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৪টার দিকে পিকআপ ভ্যানের চালক দোগাইয়া চাঁদপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (৩৮) স্থানীয় আশিরপাড় বাজারে বেপারীদের কয়েকটি গরু নামিয়ে দেন। পরে চালক গাড়িটি নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় দোগাইয়া চাঁদপুর শাহীনদের বাড়ির সামনে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
এ সময় পিকআপ ভ্যানে থাকা হেলপারসহ ৫-৬ জন পুকুরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ৫জনকে উদ্ধার করলেও ঘটনাস্থলে ১৫-১৬ বছর বয়সী এক কিশোর মারা যান। নিহত ওই কিশোরের নাম জানা যায়নি। তবে ওই কিশোর গাড়ির হেলপার এবং চালক মনির হোসেনের শ্যালক। তার বাড়ি পাশবর্তী নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়ায় বলে এলাকার লোকজন জানান। আহত অপর ৪জনকে লাকসামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরে আরো কোনো হতাহত রয়েছে কিনা দীর্ঘক্ষণ তল্লাশি চালান।
তবে আর কোনো হতাহত পায়নি। লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার (উদ্ধার কর্মী) মো. আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্ধারকর্মীগণ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘসময় তল্লাশি চালিয়েও কোনো হতাহতের সন্ধান পায়নি। তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্ধারকর্মীগণ যাওয়ার আগেই স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
এই ব্যাপারে রাত পৌনে ৮টায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা মুঠোফোনে বলেন, এই দুর্ঘটনা সম্পর্কে কেউই থানা পুলিশকে অবহিত করেননি। তবে তিনি দুর্ঘটনার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।