কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধ
সংঘাত ও সহিংসতা নয়, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের অধীনে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্ৰুপ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে ৩০ মে বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর মো: সিরাজুল হক এর সভাপতিত্বে এবং কো- অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম এর এম্বাসেডর নাজমুন্নাহার নুপুর, নুরে আলম মানিক, নিমাই সাহা, নির্বাহী সদস্য , আরিফুর রহমান স্বপন, আওরঙ্গজেব খান রুবেল, মো. আহসান হাবিব, নাজনীন আক্তার নীপা, খবির উদ্দিন আহমেদ কিরণ, সেলিম চৌধুরী হীরা, ইউনুস মিয়া, উত্তম সাহা বাচ্চু, রতন লাল সাহা, গোপাল চন্দ্র সাহা, ইয়ুথ লিডার মহিবুল আলম দোলন, তাসলিমা আক্তার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন এবং ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম প্রমূখ। বক্তব্য শেষে আগামী জুন এবং জুলাই মাসের মধ্যে পিএফজি এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী, অসহায় ও দরিদ্রদের মাঝে মৌসুম ফল বিতরণ, শান্তি সমাবেশ এবং ইয়ুথ গ্রুপের সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।