সংবাদদাতাঃ
২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে লাকসামে পিএফজির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লাকসাম বাইপাস রোডে হাউজিং স্টেট জামে মসজিদের সামনে দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন ও পি এফ জির কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিএফজির এম্বাসেডর অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, এম্বাসেডর মোঃ সিরাজুল হক, এম্বাসেডর মোঃ নূরে আলম মানিক, এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, এম্বাসেডর নিমাই সাহা, উত্তম সাহা বাচ্চু ও কাজী গোলাম সরোয়ার প্রমুখ। বক্তারা বলেন, ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় 2 অক্টোবর কে বিশ্বে শান্তি, সহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষিত করতে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দুই অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপিত হয়ে আসছে। দি হাঙ্গার প্রজেক্ট সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সাল থেকে পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পি এফ জি) এর মাধ্যমে সারাদেশে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করে আসছে।