নিজস্ব প্রতিনিধিঃ পাঁচ চেয়ারম্যানের পর এবার কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা, উত্তরদা, লাকসাম পূর্ব, গোবিন্দপুর, কান্দিরপাড় ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের ৬০ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর আর কোনো প্রার্থী না থাকায় তাঁরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর আগে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হন।
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের নির্বাচনী এলাকা লাকসাম। লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম বলেন, গত ২৯ সেপ্টেম্বর লাকসাম উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর চেয়ারম্যান পদে পাঁচ ইউনিয়নে একজন করে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া ৪৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত ১৫টি ওয়ার্ডে ১৫ জন নারী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী হন। তাঁরা হলেন জুনায়েদ আহমেদ ও আবুল কাসেম ফারুকী। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ফারুকী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ অবস্থায় এই ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় জুনায়েদ আহমেদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।