
সেলিম চৌধুরী হীরা, লাকসাম:
২০২৫ সালের এসএসসি/সমমানের পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৬ সালে শতভাগ পাসের লক্ষ্যে করণীয় নির্ধারণে লাকসামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ সভায় সভাপতিত্ব করেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন সভা সঞ্চালনা করেন।
সভায় লাকসাম উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকসহ গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষকরা অংশ নেন।
সভায় ২০২৫ সালের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পাসের হার বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। শিক্ষকদের পরামর্শ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত, কোচিং নির্ভরতা কমিয়ে বিদ্যালয়ভিত্তিক পাঠদানকে আরও কার্যকর করার বিষয়ে মতামত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন: লাকসাম শিক্ষা ক্ষেত্রে আগামী দিনে জেলার মধ্যে একটি রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। শতভাগ পাসের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাইকে একযোগে কাজ করতে হবে।
