লাকসামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সারিয়া চৌধুরী;
উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইউনিয়ন চেয়ারম্যান ও পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সাথে সচেতনতামূলক ৩য় ত্রৈমাসিক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) কুমিল্লার লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারিবারিক বিরোধ নিরসন এবং সমাজে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইউনিয়ন পর্যায়ে সচেতনতা ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে সহিংসতা রোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার ফোরকান, সাংবাদিক ও সমাজসেবক সেলিম চৌধুরী হীরা, ইউনিয়ন পরিষদ সচিব সাইফুল ইসলাম, সহকারী শাহ আলম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নার্গিস, ইউনিয়ন ভিত্তিক স্বপ্ন প্রকল্পের নারী কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, “স্বপ্ন” প্রকল্পের এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *