সেলিম চৌধুরী হীরাঃ কুমিল্লার লাকসামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেট আয়োজনে ও লাকসাম উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় আধুনিক ধান ও বীজ উৎপাদন প্রযুক্তির উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়৷
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনূর ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেট কুমিল্লা বৈজ্ঞানিক কৃষি কর্মকর্তাদের উপস্থাপনা এই প্রশিক্ষণ প্রদান করা হয়৷
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেট কুমিল্লা এর বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম সালাউদ্দিন, বিজয়া সাহা ও তাসনিয়া ফেরদৌস৷
তাদের সাবলীল উপস্থাপনা উপজেলার ৩০ জন কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হয়৷ ওই ৩০ জন কৃষকের মধ্যে প্রদর্শনী ভুক্ত কৃষক ছিলেন ১১ জন৷
দিনব্যাপি প্রশিক্ষনে ১০৮ নতুন জাতের ধান সম্পর্কে আলোচনার পাশাপাশি বীজতলা প্রস্তুত ও সংরক্ষণ সংক্রান্ত আলোচনা এবং ধানের রোগ বালাই নিয়ন্ত্রণের উপায় বিশদ আলোচনা করা হয়৷
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল, জাহাঙ্গীর আলম সেলিম, ফারহানা ইয়াসমিন সহ অনেকেই৷