লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) লাকসাম পৌরসভার আয়োজনে কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্কর্তা (ইউএনও) কাউছার হামিদ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, পৌর প্রকৌশলী জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মাহমুদ খসরু, লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন, পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবজাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাইয়ুম রিফাত ও সাজ্জাদ সায়মন সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামীর সম্ভবনাময় বাংলাদেশ গড়তে তরুণদের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণদের মাদক নির্মূল ও প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.