
qসেলিম চৌধুরী হীরাঃ:
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো কুমিল্লার লাকসামেও আয়োজন করা হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, লাকসাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ।
সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস।
এই শপথ পাঠে অংশ নেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার নারী প্রতিনিধি, এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই মাস মানে আমাদের চেতনার নবজাগরণ। সমাজ গঠনে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। জাতীয় মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে আজকের শপথ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের অঙ্গীকার।
সামাজিক সচেতনতা, মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে সম্মিলিত কণ্ঠে শপথ পাঠ করেন।