
নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
গোপালগঞ্জে এনসিপি’র নেতাকর্মীদের উপর হামলার নিন্দা এবং ঢাকায় ১৯ জুলাই অনুষ্ঠেয় কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. সারোয়ার উদ্দিন সিদ্দিকি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাকসাম বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ড. সারোয়ার উদ্দিন সিদ্দিকি বলেন, রাজনীতি শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। বিএনপি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু হলেও সম্প্রতি তাদের মিছিল-মহড়ায় অশালীন স্লোগান ব্যবহারে আমরা ব্যথিত। রাজনৈতিক ভদ্রতা না মানলে বিরোধী ঐক্যে ফাটল ধরতে পারে, যা আওয়ামী লীগকে সুযোগ করে দেবে। এজন্য বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা আশা করি।
তিনি গোপালগঞ্জে এনসিপি’র উপর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানান৷
ড. সারোয়ার উদ্দিন সিদ্দিকি আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল, পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন, সেক্রেটারি শহিদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা সমাবেশে গোপালগঞ্জ হামলার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি জানান।