
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে র্যালি, প্রদর্শনী এবং আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মলিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন
, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় উন্নত জাত সংরক্ষণ এবং খামারিদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। উন্নত ব্যবস্থাপনা ও প্রযুক্তি প্রয়োগে পশুপালনে উৎপাদন ও আয় বৃদ্ধি সম্ভব—যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, কৃষিপণ্য এবং প্রাণিসম্পদবিষয়ক নানান উদ্ভাবনী স্টল অংশগ্রহণ করে।
আয়োজনে ছিল লাকসাম উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।
