লাকসামে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণউদ্যোগ বালিকা বিদ্যালয়ের যৌথ বই বিতরণ উদ্বোধন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) লাকসামের গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে জাতীয় গ্রন্থকেন্দ্র ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে “উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক মোঃ ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোঃ ইনামুল হক, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাস।

অনুষ্ঠানটি দেশের বিখ্যাত লেখক হুমায়ুন আজাদ রচিত “ফুলের গন্ধে ঘুম আসে না” বইটি বিতরণের মাধ্যমে, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং সাহিত্য-সংস্কৃতি চর্চায় তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ ফরিদ উদ্দিন সরকার বলেন, প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের বইমুখী করা একটি বড় চ্যালেঞ্জ। বইয়ের মাধ্যমেই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব। নিয়মিত পাঠচর্চা একজন মানুষকে আলোকিত করে তোলে। মোঃ ইনামুল হক বলেন, শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বিকাশে বইয়ের বিকল্প নেই। এ ধরনের বই বিতরণ কার্যক্রম নিয়মিত হলে শিক্ষার্থীদের মধ্যে পড়ার আগ্রহ আরও বাড়বে। সাংবাদিক সেলিম চৌধুরী হীরা বলেন, নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীরা শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠবে। মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে, বইই পারে একটি সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে।
অধ্যক্ষ রনজিত চন্দ্র দাস বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল-আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করতে জ্ঞান অর্জন করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান হুমায়ুন আজাদের “ফুলের গন্ধে ঘুম আসে না” শিক্ষামূলক ও সৃজনশীল বইটি বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *