
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলায় জাকের পার্টির উদ্যোগে মুদাফফরগঞ্জ ৩নং দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং বাজারে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে টুটুল মার্কেট সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি নূরে আলম মানিক। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি রুহুল আমিন, যুব ওলামা ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি সৈয়দ অহিদুজ্জামান ম্যানেজার, নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, যুব হিন্দু ভক্ত ফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি লিটন চন্দ্র ভৌমিক এবং সিনিয়র হিন্দু ভক্ত ফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি ডা. খোকন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য কল্যাণকামী জনতার একমাত্র রাজনৈতিক শক্তি হলো জাকের পার্টি।
পরে জনসভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।