কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসাম উপজেলা, পৌরসভা ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বিএনপির স্থানীয় কার্যালয়ে সামনে থেকে র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে কার্যালয় সামনে এসে আলোচনা মাধ্যমে শেষ করা হয়। অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি”র আহবায়ক আবদুর রহহমান বাদল,বিএনপি নেতা ডাঃ নুরউল্লাহ রায়হান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ, শাহআলম, ছাত্রদল নেতা মাঈন উদ্দিন সাকিব, নরুন নবী মহসিন, ছাত্রদলের নেতা মাহিন উদ্দিন, সাখাওয়াত হোসেন, মহিন উদ্দিন, সাহেদ চৌধুরী, জহির উদ্দিন সবুজ, নেওয়াজ, আরিফ, হেদায়েত ভুইঁয়, পারভেজ হাসান,রাজু,ইমন হোসেন প্রমুখ।