লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা ৪ চোর আটক

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
এবিষয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রেসব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া।

প্রেসব্রিফিংয়ে ওসি জানান, গত ৩০ জানুয়ারি রাত পৌনে আটটায় লাকসাম বাইপাস এলাকায় চোর সন্দেহে ৩ জনকে আটক করে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো- চাটখিল এলাকার দৌলতপুরের মৃত রতন মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন রাফী (২৫), লামচরের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ শান্ত (২০) ও আবদুল হাইয়ের ছেলে মোঃ রিয়াদ হোসেন। পরে তাদের দেয়া তথ্যমতে সোনাইমুড়ীর ছোট কেগনার মোঃ আলী আকবরের ছেলে মোটর সাইকেল মেকানিক সোহাগ হোসেন হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
এদিকে, লাকসাম থানার উপপরিদর্শক মাকসুদর রহমান ও আবু হেনা মোস্তফা রেজার নেতৃত্বে পুলিশ ফোর্স আটককৃতদের নিয়ে চাটখিল এলাকায় অভিযান চালিয়ে নম্বর বিহীন ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। এগুলোর মধ্যে রয়েছে লাল-কালো রংয়ের ১১০সিসি ডিসকভার ও লাল-কালো রংয়ের ১০০সিসি জারা মোটর সাইকেল।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেসব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন, উপপরিদর্শক মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.