লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত

আরো করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা ৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মীর মোঃ আবু বাকার নির্বাচনী জনসভা করেছেন। ৩ জানুয়ারী লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। চেয়ার মার্কার সমর্থনে উক্ত সভায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মীর মোঃ আবু বাকার। স্বাধীনতার স্বপক্ষে ও কোরআন সুন্নার পক্ষে সংসদে কথা বলতে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে চেয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী হালিম, নির্বাহী সদস্য ওসমান খান, ইসলামিক ফ্রন্ট লাকসাম উপজেলা আহবায়ক আলহাজ্ব মাষ্টার মাহবুব, যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবুল কাশেম, মোসলেম হোসেন, যুব নেতা এম মনির হোসেন, যুব নেতা এস এম আবু সাদেক সিটু, যুব নেতা সৈয়দ গোলাম হায়দার হাসিব, মওলানা জহিরুল ইসলাম ও ছাত্র নেতা মোঃ তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ। উল্লেখ্য ৩০ নভেম্বর লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মীর মোঃ আবু বাকার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১৮ ডিসেম্বর প্রতীক পেয়ে ১৯ ডিসেম্বর লাকসাম পশ্চিমগাঁও গাজী সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি গণসংযোগ শুরু করেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি জাতীয় সংসদ সদস্য পদে চেয়ার প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.