লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার !

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা (দক্ষিন) জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা লাকসামে (৩০ এপ্রিল) বুধবার রোকসানা আক্তার(২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে।
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিহত গৃহবধূর ওই গ্রামের মৃত শহীদ উল্লাহর ছেলে ফয়সাল আহমেদের স্ত্রী। এবং একই ইউনিয়নের পলকোট গ্রামের আলী আশরাফের মেয়ে।
লাকসাম থানা পুলিশের এস আই মোঃ হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন৷ লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.