
লাকসাম প্রতিনিধঃ
লাকসাম পৌরসভার জবাইখানা সংলগ্ন খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ইউএনও কাউছার হামিদ জানান, খালের উপর নির্মিত অবশিষ্ট স্থাপনাগুলো আগামীকাল সকালে উচ্ছেদ করা হবে। তিনি আরও বলেন, লাকসাম উপজেলায় খাল, নদী সংলগ্ন বা খাস ও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে দ্রুত তা স্বেচ্ছায় অপসারণ করতে হবে। অন্যথায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে এসব স্থাপনা অপসারণ করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল ও জলাশয় রক্ষা, জলপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।