
২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে লাকসামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফসী বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলায় মোট ১,৩০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ, এবং ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও অন্যান্য উপসহকারী কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষকদের উদ্দেশে বীজ শুকানো, বীজ শোধন, ভারসাম্যপূর্ণ সার প্রয়োগ,’খামারী’ অ্যাপস ব্যবহারের পদ্ধতি, জৈব সার ও ডলোচুন ব্যবহারের উপকারিতা বিস্তারিত তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন,
সরকার থেকে প্রদত্ত বীজ ও সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আপনারা সঠিকভাবে এগুলো ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করবেন—এটাই আমাদের প্রত্যাশা। কৃষকদের জন্য সহযোগিতার দরজা সবসময় খোলা। প্রয়োজন হলে যেকোনো সময় আমরা সহযোগিতা করতে প্রস্তুত।
বোরো ধানের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
