মোঃ আবুল কালাম, লাকসাম
বৈশ্বিক অতিমারি করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্তকরণে কোভিড-১৯ নমুনা সংগ্রহে লাকসামে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। রোববার (৪ জুলাই) সকাল সোয়া ১১টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে মূল গেইটের কাছাকাছি স্থাপিত বুথে দেখা গেছে মানুষের জটলা। নিরাপদ দূরত্বে না দাঁড়িয়ে গাদাগাদি করে নমুনা দিচ্ছেন লোকজন। এতে অসংক্রমিত রোগী ও রোগীর সাথে আসা লোকজন সহজেই সংক্রমিত হওয়ার আশংকা তৈরি হয়েছে।
হাসপাতাল রোডে নিয়মিত যাতায়াত কারী ওমর ফারুক, আবদুল কুদ্দুসসহ কয়েকজন পথচারী জানান, এ অবস্থা চলতে থাকলে সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যেতে পারে। এজন্য তারা স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম বলেন, নমুনা দিতে আসা লোকদের নিরাপদ দূরত্বে দাঁড় করানোর জন্য দু’জন লোক দায়িত্ব পালন করেন। কিন্তু রোগী ও তাদের স্বজনরা তা মানতে চায় না। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই।