কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের উদ্যোগে রোববার (৫ জুন) প্রকল্পের উন্নতিকরন কর্মশালা কুমিল্লার লাকসামে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালায় বক্তব্য উপস্থাপন করেন৷
এসময় তিনি বলেন, কৃষি বান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে আমরা খোরপোষের কৃষি থেকে বেরিয়ে এখন বাণিজ্যিক কৃষিতে প্রবেশ করেছি। সে জন্য কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় আমাদের কাজ করতে হবে৷ কৃষিকে এগিয়ে নিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে৷
তিনি কৃষি আবহাওয়ার আগাম তথ্যাদি জানতে প্রকল্পের প্রান্তিক পর্যায়ে কৃষকদের তাৎক্ষণিক তথ্যাদি সরবরাহ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম’র সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কর্মকর্তা হাবিবুর রহমান খান, সহকারী কর্মকর্তা আলী আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল আওয়াল৷
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০ জন প্রন্তিক কৃষক অংশ নেন৷