
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (৫ ও ৬ নভেম্বর ২০২৫) লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লাকসাম এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান। প্রশিক্ষণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) সুদীপ্ত মিশ্র এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্নচন্দ্র মল্লিক।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন, সুষম খাদ্যাভ্যাস এবং নিরাপদ কৃষি পণ্যের ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এজন্য কৃষকদের প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে।
প্রধান প্রশিক্ষক শেখ আজিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার, জৈব সার উৎপাদন ও ফসলের বৈচিত্র্য বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আল-আমিন বলেন, লাকসামের কৃষকরা এখন আধুনিক চাষাবাদের প্রতি আগ্রহী হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও দক্ষ হয়ে উঠবে এবং কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে পারবে।
