সারিয়া চৌধুরী, লাকসামঃ
কুমিল্লার লাকসামে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ ও বীমার চেক বিতরণ করা হয়েছে৷
বৃহস্পতিবার (১ মে) গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসএসসি ও এইচএসসি ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি, প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ ও বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডঃ বদিউল আলম মজুমদার৷
আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের পরিচালনায় অনুষ্ঠানে কোটি টাকার অনুদানে চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ৷
এ সময় আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (ঐকমত্য গঠন), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কুমিল্লা জেলা প্রশাসনের এডিসি শিক্ষা ও আইসিটি মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজিমা হোসেন মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল সৌমেন মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানাসহ লাকসাম- মনোহরগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবকরা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ৷
অনুষ্ঠানে ২১ জন এসএসসি ছাত্র-ছাত্রীদেরকে ২৭ হাজার ৫শ টাকা, ৯ জন এইচএসসি ছাত্র-ছাত্রীদেরকে ৩৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় এবং ৬ জন প্রবাসী প্রবাসে মৃতের পরিবারকে ১৮ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়াও তিনজন প্রবাসী পরিবারকে বীমা দাবির ২৪ লাখ টাকা এবং দুইটি মৃত পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৭২ লাখ ১৪ হাজার ৫ শ ৫৩ টাকার প্রদান করা হয়েছে।
