লাকসামে ঋণ শোধে ব্যর্থ হয়ে গলায় ফাঁস!

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধঃ
কুমিল্লার লাকসামে ঋণ শোধে ব্যর্থ হয়ে দুলাল চন্দ্র সরকার(৫৫) নামে এক জেলের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুরে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিকুনিয়া গ্রামে।

নিহতের ভাই লিল মোহন সরকার জানায়, তাহার বড় ভাই দুলাল চন্দ্র সরকার (৫৫) একজন জেলে। তাহাদের পাশাপাশি ঘর। তাহার ১ ছেলে ও ১ মেয়ে। প্রায় ৪ মাস পূর্বে তাহার ছেলে সুজন সরকার কে বিদেশে (আবুধাবি) পাঠানোর ব্যাপারে প্রায় ৭/৮ লক্ষ টাকা ঋণ করে।

তিনি আরও জেলে হওয়ায় তাহার দৈনিক গড় আয় ৪০০/৫০০ টাকা বিধায় ঋণের টাকা পরিশোধ করা তার পক্ষে প্রায় অসম্ভব। ঋণের বিষয় নিয়ে তিনি প্রায় সময় চিন্তিত থাকতেন।

আজ বেলা ১২:৩০ ঘটিকায় বাড়ির পাশে রাস্তায় ধানের কাজ করার সময় তাহার বড় ভাই দুলাল চন্দ্র সরকার (৫৫) কে বাজার হইতে বাড়িতে আসতে দেখে।

পরবর্তীতে দুপুর ১:০০ ঘটিকার সময় পুকুরপাড় হইতে চিৎকার চেঁচামেচি শুনিয়া সংবাদদাতা পুকুর পাড়ে গিয়ে দেখেন, তাহার বড় ভাই দুলাল চন্দ্র সরকার(৫৫) ঘরের পশ্চিম পাশের পুকুরপাড়ে থাকা বেলজিয়াম গাছের সাথে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

উপস্থিত লোকজন তাৎক্ষণিক গ্রাম পুলিশকে ফোন করিলে সে ঘটনাস্থলে যাইয়া বিষয়টি দেখে এবং গ্রাম পুলিশ থানায় সংবাদ প্রদান করিলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে যাইয়া উপস্থিত লোকজনের সহায়তায় দুলাল চন্দ্র সরকার (৫৫) এর মৃত দেহ ঝুলন্ত অবস্থা হইতে নীচে নামায়।

পরিবারসহ সকলের ধারনা দুলাল চন্দ্র সরকার (৫৫) ঋনের টাকার কারণে হাতাশাগ্রস্থ হয়ে চিকুনিয়া দক্ষিণ পাড়া বড় বাড়ির পশ্চিম পাশের পুকুরপাড়ে থাকা বেলজিয়াম গাছের সাথে রশি দ্বারা গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে।

লিখিত সংবাদের প্রেক্ষিতে লাকসাম থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে। এবং মৃত দেহের আইনানুগ কার্যক্রম শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.