লাকসামে উপজেলা শিক্ষক সমিতির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
লাকসাম উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে নির্বাহী কমিটির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে লাকসামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষক সমিতি ও কুমিল্লা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। শিক্ষকদের অবদান দেশের উন্নয়ন ও মুক্তি সংগ্রামে অগ্রগণ্য। তাঁদের মর্যাদা রক্ষা ও কল্যাণে বাংলাদেশ শিক্ষক সমিতি সর্বদা কাজ করে যাবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল কালাম। তিনি বলেন, একজন শিক্ষক শুধুমাত্র জ্ঞানই বিতরণ করেন না, তিনি সমাজকে এগিয়ে নেয়ার মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেন, সাবেক সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ফেনী জেলা মোঃ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য মোঃ ইলিয়াছ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মজির আহম্মেদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান বাদল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুশু, নুরুন্নবী মজুমদার, পৌরবি এমপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়া।

আলোচনা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান প্রদান করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *