লাকসামে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধের হুঁশিয়ারি

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লাকসামে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা ভবনের সামনে এবং কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম উপজেলা কারাতে একাডেমি, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এছাড়াও লাকসামের ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বিভিন্ন সংগঠন। একইসঙ্গে মানববন্ধনে অংশ নেয় লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, লাকসাম সিতোরে কারাতে এসোসিয়েশন।

মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জি.এম.এস রুবেল, সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রূপা, শারমিন সুলতানা, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম সিটি রানার গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সহিদ উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, লাকসামের ইতিহাসে এমন জনবান্ধব ইউএনও এর আগে আসেননি। কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বদলি ষড়যন্ত্রমূলক ও অযৌক্তিক। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করতে হবে।

এদিকে আন্দোলনরত ছাত্র-জনতা ঘোষণা দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বদলি আদেশ প্রত্যাহার না হলে নোয়াখালী-লাকসাম-ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধসহ সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, ইউএনও কাউছার হামিদ দায়িত্ব গ্রহণের পর থেকে লাকসামের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে জনমনে আস্থা অর্জন করেছিলেন। তার আকস্মিক বদলি আদেশকে ‘ষড়যন্ত্রমূলক’ বলে উল্লেখ করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *