লাকসামে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান”

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউকে এইড সমর্থিত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি (MIPS) প্রকল্পের অংশ হিসেবে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাসেম্বলি গ্রুপ (ওয়াইপিএজি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর আবুল হোসেন মিলনের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর জাফর আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম্বাসেডর মীর মো. আবু বকর সিদ্দিক, সাবেক এম্বাসেডর খোন্দকার নাজমুন নাহার নুপুর, আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, আহসান হাবীব, খবির উদ্দিন আহমেদ কিরণ, ইউনুছ মজুমদার, আবদুল মমিন মজুমদার, আফরাতুল করিম রিমু, মো. শহিদুল ইসলাম, মামুন হোসেন, ইয়ুথ পিস অ্যাসেম্বলি গ্রুপের নেতৃবৃন্দ সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, সামাজিক বৈষম্য, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং সাম্প্রদায়িক বিভেদ শান্তি প্রতিষ্ঠার বড় বাধা। অহিংস মনোভাব, সহিষ্ণুতা, করুণা ও ভালোবাসার চর্চার মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

তারা আরও বলেন, অসহিষ্ণুতা ও সহিংসতা মানুষকে ধ্বংস করে দেয়। তাই গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুবনেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *