লাকসামে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন আলোচনা সভা ও র‍্যালির আয়োজন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

স্টাফ রিপোর্ট, লাকসাম:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে লাকসামে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করেছে ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (ওয়াইপিএজি) লাকসাম ইউনিট।

১২ আগস্ট বেলা ১২টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি এম্বাসেডর নাজনীন আক্তার নিপা এবং সঞ্চালনা করেন সাংবাদিক জাফর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ।

বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ,
পিএফজি লাকসাম ইউনিটের সাবেক এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, নূরে আলম মানিক, পিএফজি সদস্য সেলিম চৌধুরী হীরা, ওয়াইপিএজি যুগ্ম সমন্বয়ক মাহফুজুর রহমান শাওন, মারুফ হোসেন হৃদয়, ওয়েব সদস্য মাহিয়া ওমর মিতু, স্টুডেন্ট কমিউনিটির সদস্য সাইফ উদ্দিন মজুমদার এবং সাহেরা সুলতানা কাকন প্রমুখ।

আলোচনায় বক্তারা প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে যুবসমাজকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *