লাকসামে অভিযান; ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের আওতায় ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া, পল্ট্রি ও ফিসফিডসহ মোট ১৯ (ঊনিশ) টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। উনিশটি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে কুমিল্লার লাকসাম বাজারে পাটজাত পণ্যের মোড়কের ব্যবহার না করায় ১৩ টি প্রতিষ্ঠান ও ফলে কেমিক্যাল মিশানোর অভিযোগে ২টি প্রতিষ্ঠান সহ ১৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এই অভিযান পরিচালনা করেন৷
বাজারের কয়েকজন ব্যবসায়ীরা বলেন, বাজারে হঠাৎ করে ছোট বড় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রত্যেক ব্যবসায়ী থেকে গড়ে প্রায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন, এ অভিযানে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান জানান, পাট উৎপাদন ও ব্যবহার নীতিমালা আইনের ২০১০ সালের ১৪ ধারা মোতাবেক লাকসাম বাজারে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.