
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর দেশব্যাপী আয়োজন করেছে “অদম্য নারী পুরস্কার ২০২৫”। এরই ধারাবাহিকতায় লাকসাম উপজেলায় নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রাখা পাঁচ নারীর হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ নারীকে “অদম্য নারী” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সম্মাননা হিসেবে দেওয়া হয় ক্রেস্ট, সনদ ও স্মারক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। তিনি বলেন, নারীরা আজ দৃঢ়তা আর মেধা দিয়ে নিজেদের অবস্থান তৈরি করছে। অদম্য নারীরা সমাজে পরিবর্তনের বার্তা বহন করছে; তাদের সাফল্য অন্যদের পথ দেখাবে।
সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও বৈষম্য দূর করতে হলে সফল নারীদের গল্প সমাজে আরও বেশি শোনাতে হবে। অদম্য নারী পুরস্কার সেই লক্ষ্যেই আমাদের বার্ষিক উদ্যোগ।
পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন,
১) অর্থনৈতিকভাবে স্বনির্ভর নারী, হাজেরা কুদ্দুস (রূপা), শ্রীপুর, লাকসাম পৌরসভা স্থানীয়ভাবে উদ্যোক্তা হিসেবে তাঁর সাফল্য বিশেষভাবে বিবেচিত হয়।
২) শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী, ফারজানা চৌধুরী, উত্তর ইউনিয়নের উত্তর নরপাটি।
৩) সফল জননী, মোসাম্মৎ কোহিনূর আক্তার, পশ্চিম শ্মশান পুরান বাজার
পরিবার গঠন, সন্তানদের নৈতিকতা ও শিক্ষায় তাঁর ত্যাগ ও ভূমিকা তাকে সম্মাননার উপযুক্ত করেছে।
৪) নির্যাতন জয়ী সাহসী নারী, আলেমা আক্তার, বরইগাঁও, বাকই দক্ষিণ ইউনিয়ন। পারিবারিক নির্যাতন ও প্রতিকূলতা জয় করে তিনি নিজের জীবনকে নতুনভাবে দাঁড় করিয়েছেন।
৫) সমাজ উন্নয়নে বিশেষ অবদানকারী নারী, আছমুন নাহার, দোখাইয়া, গোবিন্দপুর ইউনিয়নে, সমাজসেবা, মানবিক কাজ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়।
