লন্ডন বরো অফ এনফিল্ড কনস্টিটিউয়েন্সি’র ডেপুটি মেয়র আমিরুল ইসলাম এর সংবর্ধনা

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার কৃতিসন্তান, লন্ডন বরো অফ এনফিল্ড কনস্টিটিউয়েন্সি’র ডেপুটি মেয়র, আমিরুল ইসলাম স্বপন কে সংবর্ধনা দিয়েছেন ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ।

১৫ জুলাই রোজ শনিবার বিকেল ৪ ঘটিকায় সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর গ্রুপ কো-অর্ডিনেটর ও ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি, হাসান মঞ্জুর।

প্রভাষক আবু নাঈম খান ও কবি আবুল হাসনাত রিয়াদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বরমা কলেজের (দর্শন বিভাগ) বিভাগীয় প্রধান ও সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক, ড.শিব প্রসাদ শূর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ড.আবদুল কাইয়ুম মাসুদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক- আবদুল হালিম। বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন অব সেনবাগ এর সভাপতি- মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এন.এস গ্রুপ এর চেয়ারম্যান, মো: নিজাম উদ্দিন, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি- ফখরুদ্দিন মোবারক শাহ্ রিপন।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী আবু আব্বাস চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী, আজিজুল হক মিশু, জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সেনবাগ এর সভাপতি জহির উদ্দিন বাবরসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

আয়োজিত সংবর্ধনার শেষার্ধে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *