রেজাউল চাদপুরীরা কর্মসূচির নামে ফ্যাসীবাদের পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ -এড.সুজন

আরো ইসলামিক কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে সচেতন নাগরিক কমিটির আয়োজনে গণ ইফতার কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (২৮ মার্চ) দোগাইয়া চাঁদপুরী শাহ মাজার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন।
এসময় তিনি বলেন –

বাংলাদেশের খানকাগুলো ছিলো দ্বীনি মারকাজ।পীর মাশায়েকগণ এ দেশে ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রেখেছেন। তাই আমরা চাই খানকাগুলো ইকামাতে দ্বীন কায়েম করার কাজে মগ্ন থাকুক।
তিনি বলেন -রেজাউল হক চাদপুরী ও তার ভাইয়েরা যদি মাজারে কর্মসূচির নামে লাকসামে ফ্যাসীবাদের পুনর্বাসনে চেষ্টা করে, তাহলে তৌহিদী জনতা তাদেরকে ক্ষমা করবেননা।পাশাপাশি তার পরিণাম হবে অনেক ভয়াবহ।

এড. সুজন বলেন -আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী রেজাউল হক চাঁদপুরীর বিচার দাবী এখন বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর গণদাবীতে পরিণত হয়েছে।পরে তিনি সকলকে রিফাইন্ড আওয়ামীলীগ বলে বাংলাদেশের কোন কথার আবির্ভাব যেন কেউ ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হব।

লাকসাম সচেতন নাগরিক কমিটির আহবায়ক মহি উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠক আবু বকর জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা আবুল কাশেম,বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসাইন,বিশিষ্ট রাজনীতিবীদ পেয়ার আহমেদ, ফখরুল ইসলাম মাসুম প্রমুখ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.