রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে অটোভ্যানের দাপটে বিপাকে সাধারণ মানুষ

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

রায়গঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার খলিল মোড়, গ্রামপাঙ্গাসী রোড চার রাস্তার মোড়ে রাস্তার ওপর অটোভ্যানের কারনে মাঝে মধ্যেই সৃস্টি হয় তীব্র যানজট। বিশেষ করে দুই ঈদের আগে ও পড়ে। শুধু তাই নয় নেওয়া হয় নির্ধারিত ভাড়ার চেয়ে দিগুন ভাড়া। আর রাত্রি বেলা তো কোনো কথায় নেই। এছাড়াও বাড়তি ভারা হিসেবে আদায় করছে সিএনজি গুলোও। বিশেষ করে দুই ঈদের আগে ও পড়ে ব্যাটারিচালিত অটোভ্যানগুলো সাধারণ মানুষকে জিম্মি করেই আদায় করছে ভারতি ভাড়া। বেপরোয়া গতিতে ছুটে চলা এই অটোভ্যানগুলো এখন আতংকের কারন হয়ে দাঁড়িয়েছে। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী বাজারের ব্যাবসায়ী মোঃ আব্দুল করিম প্রামানিক বলেন, এই অটোভ্যানগুলোর জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় দোকানের সামনে রাস্তার মোড়ে মোড়ে জটলা পাকিয়ে রাখে। এদেরকে কিছু বলতে গেলেই বাজে বিপত্তি। এমনকি নাজেহালও হতে হয়। অপরদি বাজারের আরেক ব্যাবসায়ী মোঃ রফিকুল ইসলাম জানান, লাইসেন্সবিহীন এসব অটোভ্যানের জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। তাই এরা যেখানে-সেখানেই গাড়ী পার্কিং করে যাত্রী ওঠা-নামা করান। এদের জন্য নির্ধারিত একটা স্ট্যান্ড করে দেওয়া দরকার। এদিকে এ পথের একাধিক পথযাত্রী জানান, এ রাস্তায় অটোভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন না থাকায় সেই সুযোগে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে ভাড়তি ভারা। এমতাবস্হায় দেশের সকল গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটে কিলোমিটার হিসাব করে ভাড়া নির্ধারিত করে দেওয়া উচিৎ বলে মনে করেন অত্র এলাকাবাসী।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *