রামগড় স্থলবন্দরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন, রামগড়
পার্বত্য চট্টগ্রামের একমাত্র স্থলবন্দর চালুর বিষয়ে “বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর মূল্যায়ন পরিদর্শন কমিটি” এর সাথে স্থানীয় অংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় রামগড় স্থলবন্দর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় স্থানীয় অংশিজনরা পার্বত্য চট্টগ্রামের এক মাত্র স্থলবন্দরটির বাকী নির্মাণ কাজ শেষ করার দাবী করেন এবং ইমিগ্রেশন কার্যক্রম দ্রুত চালু করে যাত্রী পারাপার সেবা চালুর দাবী করেন।

উল্লখ্য যে রামগড় স্থল বন্দরের বর্তমান পর্যন্ত নির্ধারিত সুবিধা সমূহ হলো ভারত থেকে গবাদিপশু, মাছে পোনা, তাজা ফলমুল, বনজ গাছের বীজ,গম, পাথর, (স্টোনস এন্ড বোল্ডার) কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে,কাঠ,টিম্বার, চুনাপাথর, পিয়াজ, রসুন, মরিচ, আদা,বলক্লে কোয়ার্টজ ইত্যাদি আমদানি করা যাবে এবং বাংলাদেশের সকল পন্যই ভারতে রপ্তানি করা যাবে।
বন্দর ইনচার্জ মোঃ আমান উল্ল্যাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিদর্শক দলের আহব্বায়ক নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মহিদুল ইসলাম, এছাড়াও উপস্থত ছিলেন পরিদর্শক দলের সদস্য মোঃ শামীম আলম যুগ্ম সচিব ট্রাফিক ব্যবস্থাপক, লেঃ কর্ণেল মোশারফ হোসেন অধিনায়ক ৪ বিজিবি ফেনী, লেঃ কর্ণেল জেএএম বখতিয়ার উদ্দিন, এএফডব্লিওসি, পিএসসি,জিএমও ১, (অব) সদর দপ্তর ২৪ পদাতিক ডিবিশন। মোঃ পায়েল পাশা, যুগ্ম কমিশনার, কাস্টমস এক্সাইস ভ্যাট কমিশনরেট, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব গোলাম কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ১ পরিচালক মনোয়র মোকারম, খাগড়াছড়ি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ফেরদৌসী বেগম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব টিনা পাল, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন প্রমুখ, এছাড়াও বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.