রামগড়ে ৪ আগষ্টের হামলার আসামি ছাত্রলীগের নেতা আটক

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন রামগড়
বৈষম্য বিরোধী আন্দোলনের ছুডান্ত সময় চাঁদার দাবিতে রামগড় বিএনপির সাবেক নেতা মোতাহের হোসেন মিলনের বাড়িতে আওয়ামী সন্ত্রাসী গং হামলা করে ব্যপক ভাংচুর ও লুটপাটের মামলায় রামগড় কলেজ ছাত্রলীগের প্রথম বর্ষ শাখার সভাপতি হাসান শরীফ আটক করেছে রামগড় থানা পুলিশ।
মামলার সূত্রে জানাযায় গত ২ আগস্ট ‘২৪ইং রামগড়ের আওয়ামী সন্ত্রাসীরা মোতাহের হোসেন মিলনকে হুমকি দিয়ে বলে “আন্দোলন থামাতে আমাদের প্রোগ্রাম আছে” অনেক টাকার প্রয়োজন তাই আমাদের কে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না দিলে আপনার জান-মালের ব্যাপক ক্ষতি হবে।

চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গত ২৪ সনের ৪ আগস্ট বিকাল ৪ টার দিকে রামগড় শহরের দক্ষিণ গর্জনতলীর বাড়ীতে শসস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ লুটপাট চালায়, এ সময় বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় রামগড় থানার ৩/০৯/’২৪ইং ৩ নং মামলাটি হয়। রামগড় থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলো, এরই ধারাবাহিকতায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ৪ মার্চ ‘২৫ ইং রাতে রামগড় শহরের তৈছালাপাড়ার মো: ফারুকের ছেলে হাসান শরীফ (২৩) কে আটক করেছে পুলিশ।
এবিষ রামগড় থানার ওসি জানায় আসামী হাসান রামগড় থানার আরও ১টি মামলার পরোয়ানাভুক্ত আসামী এবং আসামিকে আজ যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.