মোশারফ হোসেন, রামগড়
খাগড়াছড়ির রামগড় শহরের বাংলাদেশ- ভারত সিমান্তে বিজিবির টহল দলের উপস্থিতি টেরপেয়ে ফেনসিডিল ও গাঁজা পেলে পালিয়ে যায় চোরাকারবারীরা।
রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির সদর দপ্তর সূত্রে জানাযায়, রামগড় পৌরশহরের রুহুল আমিন চর এলাকায় ভারত সিমান্তের ফেনীনদীর পাড় হতে রামগড় ৪৩ বিজিবি অভিযানে ৪৭টি ভারতীয় ফেন্সিডিল ও ১০কেজি গাঁজা উদ্ধার হয়।
২৮ জানুয়ারী রাত ০৮.৪০টায় রামগড় ৪৩ বিজিবির বাগানবাজার বিওপির সুবেদার শাহ আলম এর টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন আনুমানিক ৫৩ হাজার ১শত টাকা দামের মালামাল সমূহ উদ্ধার করা হয়। উদ্ধার করা ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়।
এবিষয় রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন জানান “সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না,মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত”।