মোশারফ হোসেন রামগড়
জাতিয়তাবাদী ফোরাম রামগড় কতৃক আয়োজিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলায় লামকুপাড়া একাদশ ট্রাইবেকারে জয়লাভ করেছে।
২৮ ডিসেম্বর বিকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লামকুপাড়া একাদশ বনাম সম্প্রিতী একাদশের মধ্যের ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ, এর পর ট্রাইবেকারে ৫-৪ গোলে লামকুপাড়া একাদশ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দল কে ট্রপি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয় সহ-সভাপতি প্রবিন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক এনএন আফছার, যুগ্ম সম্পাদক আ: মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ মিঠু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন প্রমূখ।