মোশারফ হোসেন রামগড়
রামগড় পৌরসভার কালাডেবা মাদ্রাসা ও এতিমখানায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কালাডেবা এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস জিরুনা ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, কালাডেবা মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া ও যুগ্ম সম্পাদক করিম উল্লাহ, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন এই পবিত্র মাসে রামগড়ে এসে এতিম ও এলাকাবাসির সাথে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এই মাদ্রাসার উন্নয়নের দাবি সমূহ পূরন করা হবে এবং সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করছি।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালাডেবা এলাকার সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী বৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর রামগড় উপজেলার প্রতিনিধিগণ, মাদ্রাসার এতিম ছাত্র ও অন্যান্য বিভাগের ছাত্রবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান রামগড় প্রেস ক্লাব ও কালাডেবা বাজারের সবজি সেট পরিদর্শন করেন এবং সংস্কারের আশ্বাস দেন।
