রামগড়ে জিপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্র সহ আহত ৫

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন রামগড়
রামগড়ে কাঠবাহী চাঁদের গাড়ী (জিপ) ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সহ পাঁচ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল চার টার দিকে অঞ্চলিক মহাসড়কের রামগড় সরকারি কলেজ গেইটে সাংর্ঘষটি হয়।
আহতরা জানায় যে, দ্রুতগামী কাঠবাহী জিপটি বিপরীত দিক হতে এসে আমাদের বহনকারী সিএনজিকে সজোরে ধাক্কাদে এতে আমরা সবাই গুরতর আহত হই, আমাদের কে আহত অবস্থায় পেলে রেখে চালক জিপটি নিয়ে দ্রুত পালিয়ে যার।
রামগড় হাসপাতালের চিকিৎসারত আহতরা হলো সিএনজি অটোরিকশার যাত্রীরা হলো, রামগড় উপজেলার পাতাছড়ার মো: রহমান আজম রাকিব এবং তার পিতা আলমগীর হোসেন, পাতাছড়া আনসার ক্যাম্পের ল্যান্সনায়েক বাবুল আক্তার, রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলীর মৃত আলী হোসেন ছেলে শেখ ফরিদ ও সিএনজি অটোরিকশা চালক উত্তর লামকুপাড়া আ: মান্নানের ছেলে মো: ইসমাইল।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.