মোশারফ হোসেন রামগড়
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আকিদা তাসনিম অপহরণ চেষ্টার মামলার দুই আসামি রাজু ত্রিপুরা ও বাবুল মিয়া মুন্না কে আটক করেছে রামগড় থানার পুলিশ।
মামলার সূত্রে জানাযায় ১৬ মার্চ সকাল ৮ টার দিকে প্রাইভেট পড়ার জন্য আসামি রাজু ত্রিপুরার অটোরিক্সা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় অন্য আসামি মুন্নার সহযোগীতায় ছাত্রীকে স্কুল গেইটে নামাইয়া না দিয়া জোরপূর্বক অপহরণ করিয়া অন্যত্র নিয়া যাওয়ার চেষ্টাকরে, এসময় ছাত্রীর শোরচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে আসামীর ছাত্রীকে নামায় দিয়া অটোরিক্সা নিয়া পালাইয়া যায়। ঘটনার পর রামগড় থানায় ছাত্রী মা মামলা রুজু করে। রামগড় থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ রাত ২ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
