মোশারফ হোসেন রামগড়
মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড় উপজেলার ইটভাটা সমূহে “ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো” লিখা সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
২ জানুয়ারি সকাল ১১ টায় রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন কর্তৃক জেলা প্রশাসন খাগড়াছড়ির নির্দেশক্রমে মহামান্য হাইকোর্ট রীট পিটিশন ১৩৭০৫/২০২২ মূলে ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষনা করে সাইনবোর্ড সমূহ স্থাপন করেন।
ইটভাটা সমূহ হলো পাতাছড়া ইউনিয়নের দাতারাম পাড়ার আপন ব্রিকস ও মেঘলা ব্রিকস পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস এবং নুরুল ইসলাম ব্রিকস।
এসময় আরও উপস্থিত ছিলো রামগড় থানার পুলিশ এর একটি টিম সহ সাংবাদিক বৃন্দ ও ভাটার মালিক প্রতিনিধি বৃন্দ।