
মোশারফ হোসেন রামগড়
রামগড়ে মা-মেয়ের হত্যার রহস্য সাপ্তাহের মধ্যে উন্মোচন, খুনি সাইফুল ইসলাম (৩৫) কে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল থেকে আটক করেছে পুলিশ । রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলায় নিজেদের বসতঘরের শয়ন কক্ষে ২০ আগষ্ট দিবাগত রাতে নিজ দাদী ও ফুফিকে গলা কেটে হত্যা করে সাইফুল ইসলাম (৩৫)
পিতাঃ মোঃ শাহাবুদ্দিন, সাং- উত্তর কুহুমা ছাগলনাইয়া, ফেনী।
ঘটনার দিন আসামী সাইফুল তার দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিমদ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী এবং ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তার এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এরপর দাদীকেও একইভাবে হত্যা করে।
নিহত আক্তারের ব্যবহৃত মোবাইল টি চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ইসলামপুর বাজারের দোকানদার নুরুল আলম এর কাছে ৪০০ টাকায় বিক্রি করে।