মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):
রাঙ্গুনিয়ার রাজারহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দশভুজা বিগ্রহ মন্দিরের উদ্যোগে গত ৫ই জুলাই, শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা।
দিবসব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপর পরপর অনুষ্ঠিত হয় শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, ভোগরতি ও মহাপ্রসাদ বিতরণ। শেষ পর্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা পরিক্রমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরের ভূমিদাতা প্রকাশ চন্দ্র দে এবং সম্মানিত উপদেষ্টা আশীষ সেন।
শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন বাঙ্গালহালিয়ার জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ অভেদানন্দ গিরি মহারাজ, পরাণকৃষ্ণ কর্মকার ও তার দল। পূজার পৌরহিত্য করেন দুলাল চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়েল দাশ ও বাপ্পু আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিটুন চক্রবর্ত্তী, জিকু সরকার, অর্থ সম্পাদক রুবেল দে, হৃদয় সেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন মঠ ও মিশনের মহারাজ, সাধুবৃন্দ, জয় গুরু ধামের উপদেষ্টা ও পরিচালনা পরিষদের সদস্যরা।
উক্ত মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় এক অপূর্ব ধর্মীয় মিলনমেলায়।