রাজশাহী বাঘাতে আওয়ামী লীগের নেতা শশুর-জামাই আটক

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহামাদ রাজশাহী
রাজশাহী জেলা ডিবি ও পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা শশুর ও জামাই কে আটক করেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহরে জেলা ডিবি পুলিশের যৌথ বিশেষ অভিযান চালিয়ে তাদের একটি বাসা হতে আটক করা হয়।

আটক কৃতরা হলেন রাজশাহী বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ”লীগের সাবেক সাংগঠনিক  সম্পাদক মোঃ মুক্তার আলী এবং  আড়ানী পৌর  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রিবন আহমেদ বাপ্পি। জেলা ডিবি পুলিশ আওয়ামীলীগের ২ নেতাকে আটকের পরে বিকেলে বাঘা থানায় হস্তান্তর করেন। উভয়ে শশুর জামাই বলে জানা যায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান জেলা ডিবি ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ২ নেতাকে আটক করা হয়েছে,পুলিশের অভিযান অব্যাহত আছে। কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টিকরলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.